TRENDING:

Alipurduar News- 'সারেগামাপা' বিজয়ী নীলাঞ্জনাকে সাড়ম্বরে স্বাগত জানাতে প্রস্তুত আলিপুরদুয়ারবাসী

Last Updated:

দেশের অন্যতম মিউজিক রিয়েলিটি শোতে বিজয়ী নীলাঞ্জনা রায়কে ঘিরে আনন্দের লহর বইছে আলিপুরদয়ার জেলা জুড়ে। নিউজ ১৮ বাংলাকে ভিডিও বার্তায় প্রতিক্রিয়া জানালেন নীলাঞ্জনা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আলিপুরদুয়ার: দেশের অন্যতম মিউজিক রিয়েলিটি শোতে বিজয়ী নীলাঞ্জনা রায় কে ঘিরে আনন্দের লহর বইছে আলিপুরদয়ার জেলা জুড়ে। ঘরের মেয়েকে স্বাগত জানাতে প্রস্তুত জেলাবাসী। ফেসবুক জুড়ে ভাসছে অনুরাগীদের শুভেচ্ছা বার্তা।বছর উনিশের নীলাঞ্জনা আলিপুরদুয়া়রে নেতাজি বিদ্যাপীঠের দ্বাদশ শ্রেণির ছাত্রী।সারেগামাপা-র বিজয়ী হওয়ার পর সংবাদ মাধ্যমকে নীলাঞ্জনা জানিয়েছেন, তিনি অত্যন্ত খুশি সারেগামাপা-র বিজয়ী হয়ে ৷ নিউজ ১৮ বাংলা কে ভিডিও বার্তায় প্রতিক্রিয়াও পাঠিয়েছেন। তিনি জানিয়েছেন তাঁর বাবা মা সঙ্গীত প্রেমী এবং তাঁদের থেকেই এই সঙ্গীতের সঞ্চার ঘটে তাঁর। অক্টোবর মাস থেকেই জি টিভিতে শুরু হয়েছিল সারেগামাপা। নীলাঞ্জনার সুরে মুগ্ধ হয়ে ওঠে গোটা দেশ এবং সারেগামাপা -র বিজয়ীর খেতাব জিতে নেন আলিপুরদুয়ারের নীলাঞ্জনা।
advertisement

সারেগামাপা'র এবারের সিজনের শুরু থেকেই বেশ চমক ছিল। মিউজিক রিয়্যালিটি শো সারেগামাপা-নিয়ে শুরু থেকেই টানটান উত্তেজনা ছিল দর্শকদের মধ্যে। সারেগামাপা যে শুধু নতুনদের জায়গা করে দিয়েছে তা নয়, বরং এবার তাবড় তাবড় মিউজিশিয়ানরাও ছিলেন এই রিয়্যালিটি শো-তে। তার সঙ্গে বড় পাওয়া ছিল বাংলার ছয় জনপ্রিয় মুখ। হাড্ডাহাড্ডি টক্করে শেষ হাসি হেসে জয়ের ট্রফি ঝুলিতে ভরলেন আলিপুরদুয়ারের নীলাঞ্জনা রায়। বাঙালিদের জন্য এ যেন বড়ই আনন্দের। সংবাদ মাধ্যমকে নীলাঞ্জনা জানিয়েছেন, তার এই জয়ে সবচেয়ে বেশি খুশি হয়েছেন তার বাবা ও মা। এটা তাদের স্বপ্ন ছিল। অবশেষে বাবা ও মা-র স্বপ্নপূরণ করতে পেরে প্রচন্ড খুশি নীলাঞ্জনা। নীলাঞ্জনার প্রতিবেশী রাজীব গুহ জানান ,ছোট থেকেই শুধু গানই ছিল তার সব থেকে পছন্দের বিষয়। ঘণ্টার পর ঘন্টা জুড়ে চলত গানের সাধনা। নিষ্ঠার সাথে চর্চা করে এসেছে ছোট থেকেই।গান কেই পরম বন্ধু হিসেবে বেছে নিয়েছিলেন তিনি। তিনি জানান, নীলাঞ্জনার এই সাফল্যে সাড়ম্বরে স্বাগত জানাতে প্রস্তুত এলাকাবাসী ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News- 'সারেগামাপা' বিজয়ী নীলাঞ্জনাকে সাড়ম্বরে স্বাগত জানাতে প্রস্তুত আলিপুরদুয়ারবাসী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল