নাহ, যাঁরা হেডলাইন পরে এর মধ্যে পরকীয় জাতীয় গন্ধ পাচ্ছেন তাঁরা সামলে নিন নিজেদের ৷ তবে মৌনি রায়কে সত্যিই নিজের স্ত্রী হিসাবে পরিচয় দিয়েছেন আক্কি ৷ তবে তা কিনা একেবারেই ছবির স্বার্থে ৷ ব্যক্তিগত জীবনের সঙ্গে একেবারে কোনও সম্পর্কই নেই এই ‘স্বামী-স্ত্রী’ সম্পর্কের ৷
বিষয়টা একটু খোলসা করা যাক ৷ সামনের মাসেই মুক্তি পেতে চলেছে অক্ষয়-মৌনির ছবি ‘গোল্ড’ ৷ রেমা কাগতির পরিচালনায় এই ছবি বড় পর্দায় আসবে স্বাধীনতা দিবসের দিন অর্থাৎ ১৫ অগস্ট ৷ সেই ছবিতেই অক্ষয়ের স্ত্রীয়ের চরিত্রে দেখা যাবে মনোবীণা দাস থুড়ি বঙ্গ তনয়া মৌনিকে ৷
advertisement
আরও পড়ুন: এল সানি লিওনের ট্রেলর, চোখের পলক পড়বে না ২ মিনিট
সদ্যই সামনে এসেছে মনোবীণার লুকস ৷ সেখানে আপাদমস্তক রেট্রো লুকে দেখা যাচ্ছে মৌনিকে ৷ ঘাড়ের কাছে আলগা খোপা, তাতে লাল গোলাপ, উঁচু করে টিপ, শাড়ি আর হালকা গয়না- এমন সাজেই ধরা দিয়েছেন বং বিউটি ৷ আর সেই ছবিটিই নিজোর ইনস্টাগ্রাম পেজে শেয়ার করেছেন স্বয়ং নায়ক ৷ ক্যাপশনে লিখেছেন, ‘মিসেস মনোবীণা দাসের সঙ্গে পরিচয় করুন, আমার স্ত্রী ৷’