TRENDING:

‘জঘন্য দেখতে তোমায়’, মেকআপ ছাড়া ছবি পোস্ট করে আক্রমণের মুখে সায়ন্তিকা

Last Updated:

মাস কয়েক আগেই মুক্তি পেয়েছিল তাঁর অভিনীত ‘উমা’ ৷ সেই ছবিতে সায়ন্তিকার তেমন গুরুত্বপূর্ণ ভূমিকা না থাকলেও ছবির গল্প প্রশংসিত হয়েছিল ৷ তারপর আবার পর্দা থেকে উধাও সায়ন্তিকা ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: মাস কয়েক আগেই মুক্তি পেয়েছিল তাঁর অভিনীত ‘উমা’ ৷ সেই ছবিতে সায়ন্তিকার তেমন গুরুত্বপূর্ণ ভূমিকা না থাকলেও ছবির গল্প প্রশংসিত হয়েছিল ৷ তারপর আবার পর্দা থেকে উধাও সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ৷ তবে বাংলাদেশের নায়ক সাকিব খানের সঙ্গে পরের ছবি ‘নাকাব’-এ পর্দায় দেখা যাবে সায়ন্তিকাকে ৷ সমস্ত কাজের মধ্যেও কিন্তু কোনও বিরাম নেই শরীরচর্চায় ৷ সকালে ঘুম থেকে উঠেই তাই নায়িকার প্রথম গন্তব্য জিম ৷ সেখানেই শুরু হয়ে গিয়েছে এক্সারসাইস ৷
advertisement

তবে একঘেয়ে ব্যায়ামের মধ্যে একটু অন্য স্বাদ আনতে সেলফি তুলেছেন নায়িকা ৷ একেবারেই সাদামাটা, ঘরোয়া লুকে ৷ সাদা রঙের জিম পোশাক পরা ছবিটি পোস্টও করেছেন সোশ্যাল মিডিয়ায় ৷ দেখেই বোঝা যাচ্ছে, পরিশ্রম হয়েছে যথেষ্ট ৷ ঘেমে-নেয়ে একসা হয়ে গিয়েছেন নায়িকা ৷ তবু সেই ছবিটিই পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায় ৷ ছবির ক্যাপশনে লিখেছিলেন, ‘মর্নিং গ্লো’ ৷ এখানেই যত বিপত্তি ৷ একের পর এক সমালোচনা ধেয়ে এসেছে নায়িকার দিকে ৷

advertisement

আরও পড়ুন: রাজের জন্য কষ্ট পাচ্ছেন মিমি ? নায়িকার এই ভিডিও নিয়ে উঠল প্রশ্ন

জিমে ওয়ার্কাউটের সময় মেকআপহীন ছবি পোস্ট করে নেটিজেনদের আক্রমণের মুখে পড়েছেন সায়ন্তিকা ৷ ছবির কমেন্ট বক্স ভরে উঠেছে তাঁর লুকস নিয়ে ব্যক্তিগত আক্রোশে ৷ অনেকেই বলেছেন, ‘আপনাকে জঘন্য দেখতে’ ৷ কেউ বলেছেন, মেকআপ ছাড়া খুবই বাজে লাগছে ৷ কেউ আবার নায়িকার ব্রণযুক্ত ত্বকের সমালোচনা করেছেন ৷ অতিরিক্ত রোগা হওয়ার জন্যও তাঁকে ছেড়ে কথা বলেননি নেটিজেনরা ৷

advertisement

তবে এত সমালোচনার মুখে পড়েও কিন্তু নির্বিকার সায়ন্তিকা ৷ মুখ খুলতে দেখা যায়নি তাঁকে ৷

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

বাংলা খবর/ খবর/বিনোদন/
‘জঘন্য দেখতে তোমায়’, মেকআপ ছাড়া ছবি পোস্ট করে আক্রমণের মুখে সায়ন্তিকা