আদালত সূত্রে জানা গিয়েছে, ২০১৭ সালের ২৯ এপ্রিল গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয় মডেল সোনিকা সিংহ চৌহানের। গাড়িটি চালাচ্ছিলেন বিক্রম।
আদালতে পুলিশ দাবি করেছিল, মত্ত অবস্থায় এবং বেপরোয়া গতিতে গাড়ি চালানোয় ওই দুর্ঘটনা ঘটেছে। বিক্রমের আইনজীবী অনির্বাণ গুহঠাকুরতা জানান, বিক্রম মত্ত অবস্থায় ছিলেন, এমন কোনও রিপোর্ট আদালতে পেশ করতে পারেনি পুলিশ। তা ছাড়া গাড়ির গতিবেগ কত ছিল, সে বিষয়েও কোনও রিপোর্ট জমা পড়েনি। তাই বিক্রমকে এই মামলা থেকে অব্যাহতি দেওয়া হোক।
advertisement
বিচারক ৩ অক্টোবর সরকারি আইনজীবীকে আদালতে হাজির হয়ে এই বিষয়ে জানানোর নির্দেশ দিয়েছিলেন। আদালত সূত্রে জনানো হয়েছিল, সরকারি আইনজীবীর শুনানির পরেই বিক্রমের আবেদনের রায় দেওয়া হবে বলে। এবং শেষপর্যন্ত, অব্যাহতি পেলেন না বিক্রম!
Location :
First Published :
October 09, 2018 3:35 PM IST