TRENDING:

লাইভ ফেসবুকে আত্মহত্যা ! চুপচাপ দেখলেন ২৭৫০ জন

Last Updated:

বারবার ব্যর্থতা মানতে না পেরে আত্মহত্যা করলেন এক পরীক্ষার্থী ৷ পুরো ঘটনাটি ঘটালেন ফেসবুকে, সরাসরি ৷ ফেসবুক লাইভের মাধ্যমে আত্মহত্যার এই প্রক্রিয়া চাক্ষুষ করলেন তাঁর প্রোফাইলে থাকা সকলেই ৷ বিএসসি ছাত্র এই যুবকের বাড়ি আগ্রায় ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আগ্রা: বারবার ব্যর্থতা মানতে না পেরে আত্মহত্যা করলেন এক পরীক্ষার্থী ৷ পুরো ঘটনাটি ঘটালেন ফেসবুকে, সরাসরি ৷ ফেসবুক লাইভের মাধ্যমে আত্মহত্যার এই প্রক্রিয়া চাক্ষুষ করলেন তাঁর প্রোফাইলে থাকা সকলেই ৷ বিএসসি ছাত্র এই যুবকের বাড়ি আগ্রায় ৷ ভারতীয় সেনায় যোগদান করাই ছিল তার স্বপ্ন ৷ কিন্তু বারবারই সেনার প্রবেশিকা পরীক্ষায় অকৃতকার্য হচ্ছিলেন তিনি ৷ এবার ছিল পঞ্চমবারের পরীক্ষা ৷ এই পরীক্ষায়ও একই ফল হয় ৷ এর জেরে মন ভাঙে ওই ছাত্রের এবং আত্মহত্যার সিদ্ধান্ত নেন তিনি ৷
advertisement

আরও পড়ুন মাঝ আকাশে মুখোমুখি দুই বিমান, তারপর কী হল ?

নিজের দুঃখ বোঝাতে সরাসরি সোশ্যাল মিডিয়ায় আত্মহত্যার প্রক্রিয়া করে বসেন তিনি ৷ তাঁকে এই অবস্থায় দখেছিলেন প্রায় ২৫০০জন, কিন্তু কেউ তাঁকে থামাতে কোন উদ্যোগ নেয়নি ৷ বুধবার সকালে ঘটনাটি ঘটে ৷ মৃত্যুর পর মিলিছে তাঁর সুইসাইড নোট ৷ পরীক্ষায় বারবার ফেল করার জন্য নিজেকে দোষারোপ করেন আগ্রার এই ছাত্র ৷

advertisement

Photo Courtesy : Facebook

Photo Courtesy : Facebook

আরও পড়ুন চুরির আগে চোরের উদ্দাম নাচ ! ভাইরাল হল ভিডিও

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নদী নাকি শুকিয়ে যাওয়া জমি ধরতে পারবেন! ইছামতীর প্রাণ ফেরাতে দারুণ উদ্যোগ
আরও দেখুন

পরিবার সূত্রের খবর এই যুবক ছিলেন ভগত সিং ভক্ত ৷ দেশের জন্য প্রাণ নিবেদনের স্বপ্ন ছিল তাঁর ৷ তাই যোগ দিতে চেয়েছিলেন সেনায় ৷ কিন্তু তাতে অকৃতকার্য হওয়ায় বাড়ির ছেলের এই হঠকারি সিদ্ধান্তে গভীরভাব শোকাহত পরিবার ৷ আপাতত তাঁর ফেসবুক প্রোফাইলে মার্মান্তিক ছবি রযেছে প্রোফাইল ফোটো হিসেবে ৷ সেটা কীভাবে সম্ভব হল তা জানা সম্ভব হয়নি ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
লাইভ ফেসবুকে আত্মহত্যা ! চুপচাপ দেখলেন ২৭৫০ জন