মাঝ আকাশে মুখোমুখি দুই বিমান, তারপর কী হল ?

Last Updated:

মাঝ আকাশে মুখোমুখি দুই বিমান ৷ ঘটে যেতেই পারত মুখোমুখি সংঘর্ষ ৷ হতে পারত বড়সড় অঘটন ৷ ঘটনা ১০ জুলাই, বেঙ্গালুরুর ৷ বেঙ্গালুরুর আকাশসীমায় মুখোমুখি চলে আসে কোয়েম্বাতুর থেকে হায়দরাবাদগামী 6E-779 এবং বেঙ্গালুরু-কোচি বিমান 6E-6505 ৷

#বেঙ্গালুরু: মাঝ আকাশে মুখোমুখি দুই বিমান ৷ ঘটে যেতেই পারত মুখোমুখি সংঘর্ষ ৷ হতে পারত বড়সড় অঘটন ৷ ঘটনা ১০ জুলাই, বেঙ্গালুরুর ৷ বেঙ্গালুরুর আকাশসীমায় মুখোমুখি চলে আসে কোয়েম্বাতুর থেকে হায়দরাবাদগামী 6E-779 এবং বেঙ্গালুরু-কোচি বিমান 6E-6505 ৷ ইন্ডিগো এয়ারলাইন্সের দুটি বিমানের এই অবস্থায় রীতিমত হুলুস্থুলু পড়ে যায় ৷ যদিও সঠিক সময় দক্ষ বিমান চালকদের তৎপরতায় বাঁচানো যায় এই সংঘর্ষ ৷ যাত্রীরাও সকলে সুরক্ষিত রয়েছেন ৷
advertisement
TCAS-এর (ট্রাফিক কোলিশন অ্যাভডেন্স সিস্টেম ) সুবিধায় কোনমতে এড়ানো গিয়েছে দুর্ঘটনা , জানিয়েছে ইন্ডিগো কর্তৃপক্ষ ৷ বছরের শুরুতেও একই রকমের ঘটনা ঘটেছিল দিল্লি বিমানবন্দরে ৷ রানওয়েতেই মুখোমুখি চলে আসে দুটি বিমান ৷ ভবিষ্যতে সতর্ক থাকতে হবে বলেই মত বিভিন্ন বিমান কর্তৃপক্ষের ৷
বাংলা খবর/ খবর/দেশ/
মাঝ আকাশে মুখোমুখি দুই বিমান, তারপর কী হল ?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement