Home /News /national /

মাঝ আকাশে মুখোমুখি দুই বিমান, তারপর কী হল ?

মাঝ আকাশে মুখোমুখি দুই বিমান, তারপর কী হল ?

Photo Collected

Photo Collected

মাঝ আকাশে মুখোমুখি দুই বিমান ৷ ঘটে যেতেই পারত মুখোমুখি সংঘর্ষ ৷ হতে পারত বড়সড় অঘটন ৷ ঘটনা ১০ জুলাই, বেঙ্গালুরুর ৷ বেঙ্গালুরুর আকাশসীমায় মুখোমুখি চলে আসে কোয়েম্বাতুর থেকে হায়দরাবাদগামী 6E-779 এবং বেঙ্গালুরু-কোচি বিমান 6E-6505 ৷

আরও পড়ুন...
 • Share this:

  #বেঙ্গালুরু: মাঝ আকাশে মুখোমুখি দুই বিমান ৷ ঘটে যেতেই পারত মুখোমুখি সংঘর্ষ ৷ হতে পারত বড়সড় অঘটন ৷ ঘটনা ১০ জুলাই, বেঙ্গালুরুর ৷ বেঙ্গালুরুর আকাশসীমায় মুখোমুখি চলে আসে কোয়েম্বাতুর থেকে হায়দরাবাদগামী 6E-779 এবং বেঙ্গালুরু-কোচি বিমান 6E-6505 ৷ ইন্ডিগো এয়ারলাইন্সের দুটি বিমানের এই অবস্থায় রীতিমত হুলুস্থুলু পড়ে যায় ৷ যদিও সঠিক সময় দক্ষ বিমান চালকদের তৎপরতায় বাঁচানো যায় এই সংঘর্ষ ৷ যাত্রীরাও সকলে সুরক্ষিত রয়েছেন ৷

  আরও পড়ুন ওয়ার্ল্ড রেকর্ড ! ৬৬ বছর পর নখ কাটলেন ৮২ বছরের বৃদ্ধ

  TCAS-এর (ট্রাফিক কোলিশন অ্যাভডেন্স সিস্টেম ) সুবিধায় কোনমতে এড়ানো গিয়েছে দুর্ঘটনা , জানিয়েছে ইন্ডিগো কর্তৃপক্ষ ৷ বছরের শুরুতেও একই রকমের ঘটনা ঘটেছিল দিল্লি বিমানবন্দরে ৷ রানওয়েতেই মুখোমুখি চলে আসে দুটি বিমান ৷ ভবিষ্যতে সতর্ক থাকতে হবে বলেই মত বিভিন্ন বিমান কর্তৃপক্ষের ৷

  First published:

  Tags: Bengaluru, Flight, Indigo Flights

  পরবর্তী খবর