অবাধে লুঠপাট চালাচ্ছে হাতির এই বিশাল দল! লক্ষণপুর, হাতিলোট এলাকায় শশাখেত, রোয়া ধান নষ্ট করছে, সিজুয়ায় ওষধি বাগানেরও দফারফা করেছে! মেদিনীপুর বনবিভাগের ডিএফও রবীন্দ্রনাথ সাহা বলেন, ‘চাঁদড়ার ৩০টি হাতিকে জঙ্গলে রাখা হয়েছিল। ফের ২২টি হাতি ঢুকে পড়ায় বিপত্তি বেড়েছে। সতর্ক করা হয়েছে বনরক্ষা কমিটিকে। হুলা পার্টিকেও তলব করা হয়েছে।’
আরও পড়ুন-‘টাকা দিয়ে মানুষকে ভুল বোঝাচ্ছে বিজেপি’, ঝাড়গ্রামে তোপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
advertisement
Location :
First Published :
August 10, 2018 8:41 AM IST