আরও পড়ুন: নীতিশ কুমারের সঙ্গে জোট অটুট রাখতেই কি বিহার সফরে অমিত শাহ ?
মঙ্গলবার গভীর রাতে রক্তাক্ত অবস্থায় নাবালিকাকে উদ্ধার করেছে পুলিশ ৷ স্থানীয় একটি হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় রয়েছে ওই নাবালিকা ৷ ধর্ষিত নাবালিকা পুলিশকে জানিয়েছে, মোহিত নামে এক ব্যক্তি গত ৬ জুলাই বাইকে করে তাকে রাহুল ভাণ্ডে নামে এক ব্যক্তির বাড়িতে নিয়ে যায় ৷ সেখানেই তাকে একাধিকবার ধর্ষণ করে ওই দুই ব্যক্তি ৷ এরপর কোনওরকমে ওই বাড়ি থেকে পালিয়ে আসে ওই নাবালিকা ৷ কিন্তু বাড়ি ফেরার সময় আরও তিন যুবক তার পথ আটকায় ৷ এরপর ওই নাবালিকাকে বান্টি নামে এক ব্যক্তির বাড়িতে জোর করে নিয়ে আসে অভিযুক্তরা ৷ সেখানে বান্টি ছাড়াও আরও দুজন যুবক মিলে তাকে আবারও ধর্ষণ করে ৷
advertisement
নাবালিকার বয়ানের ভিত্তিতেই পাঁচজন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ৷ মান্দাসৌর গণধর্ষণ কাণ্ডের পর ফের চিন্দওয়ারার গণধর্ষণের ঘটনা মধ্যপ্রদেশের আইনশৃঙ্খলাকে নিয়ে প্রশ্ন উঠছে ৷