Rajasthan News: তিনজনকে ডিএসটি এবং বালোত্রা থানা পুলিশ যৌথ অভিযানে গ্রেফতার করেছে। পুলিশের কাছে থেকে পাঁচটি মোবাইল নেটওয়ার্ক রাউটার, একাধিক ব্যাংকের ডেবিট কার্ড, পাসবুক এবং সাইবার প্রতারণায় ব্যবহৃত চেকবই উদ্ধার করা হয়েছে। ...
Father-Daughter: ভাই তাঁর দেহ নিয়ে গ্রামে গিয়ে শেষকৃত্য সম্পন্ন করেন। এরপরে নানতা থানার পুলিশ এমবিএস হাসপাতালের মর্গে দুর্ঘটনায় মৃত ব্যক্তির দেহ শনাক্ত করতে আসেন। সেখানে তাঁরা দাবি করেন যে মর্গে থাকা দেহটি তাঁদের রেখে যাওয়া ব্যক্তির নয়।...