Published by Rukmini Mazumder 01-26-2026
হাতে কাপড় কাচার দিন শেষ! আজকাল ঘরে ঘরে ওয়াশিং মেশিন! বোতাম টিপে কাপড় কাচা! কোনও খাটনি নেই! কিন্তু অনেকেই সঠিক নিয়ম না জেনে, ভুলভাবে ওয়াশিং মেশিন আর তাতেই বিপত্তি…বিদ্যুতের বিল তরতরিয়ে বাড়তে থাকে!
জেনে নিন, দিনের কোন সময়ে কাপড় কাচলে এবং কীভাবে ওয়াশিং মেশিন ব্যবহার করলে ইলেকট্রিসিটি বিল কম আসবে?
কাপড় ধোয়ার সেরা সময় কোনটা?দিনের বিভিন্ন সময়ে বিদ্যুতের চাহিদার ওপর ভিত্তি করে বিদ্যুতের রেট পরিবর্তিত হয়। যেসব সময়ে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো সবচেয়ে বেশি বিদ্যুৎ সরবরাহ করে, সেগুলোকেই পিক আওয়ার বলা হয়। এই সময়ে একসঙ্গে অনেক বাড়ি ও ব্যবসায়িক প্রতিষ্ঠান বিদ্যুৎ ব্যবহার করে।
গরমকালে সাধারণত দুপুরের পর থেকে সন্ধ্যার শুরুর দিক পর্যন্ত এই পিক আওয়ার থাকে। এছাড়াও সকালে পিক আওয়ার দেখা যায়, বিশেষ করে পূর্বাঞ্চলে, যেখানে বৈদ্যুতিক হিটিং সিস্টেম বেশি ব্যবহার করা হয়।
এই পিক আওয়ারগুলিতে কাপড় ধোয়া হলে সময় বেশি লাগতে পারে এবং বিদ্যুৎ বিলও বেড়ে যেতে পারে। তাই বিদ্যুতের চাহিদা কম থাকে এমন অফ-পিক সময়ে ওয়াশিং মেশিন চালানোই ভালো—যেমন সন্ধ্যার পর, রাতে বা দুপুরের দিকে। এতে বিদ্যুৎ খরচ কম হয়, বিলও কম আসে। পাশাপাশি বিদ্যুৎ গ্রিডের উপর চাপও কমে।
আর কীভাবে ইলেকট্রিসিটি বিল বাঁচানো যায়? গরমকালে রাতে কাপড় ধোয়া এড়িয়ে চলুন। শীতকালে সকালবেলা কাপড় কাচবেন না, সেই সময় বিদ্যুতের চাইদা সবথেকে বেশি থাকে।
ঠান্ডা জলে কাপড় কাচুন কারণ গরম জলে বিদ্যুৎ বেশি খরচ হয়। অল্প কয়েকটি কাপড়ের জন্য ওয়াশিং মেশিন চালাবেন না—মেশিন পুরোপুরি ভর্তি হলে তবেই চালান।
ওয়াশার ও ড্রায়ার কীভাবে ব্যবহার করবেন?ড্রায়ার ওয়াশিং মেশিনের তুলনায় অনেক বেশি বিদ্যুৎ খরচ করে। কম ডিটারজেন্ট ব্যবহার করলে বিদ্যুৎ সাশ্রয় হয় এবং ড্রায়ারে লিন্ট (তুলোর আঁশ) জমার পরিমাণও কমে।