৭০০০ টাকা করে SIP-তে রাখছেন ? ২৫ বছর পরে কত পাবেন ?

বর্তমান সময়ে SIP বিনিয়োগের একটি জনপ্রিয় মাধ্যম। অনেকেই এখন প্রতি মাসে SIP-তে বিনিয়োগ করছেন।

পরিসংখ্যান থেকে দেখা যাচ্ছে, এসআইপিতে গড়ে ১২ শতাংশ রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা।

প্রতি মাসে ৭০০০ টাকা করে বিনিয়োগ করলে, ২৫ বছর পরে কত টাকা পাওয়া যেতে পারে।

মিউচুয়াল ফান্ড SIP-তে সরাসরি শেয়ার বাজারের রিস্ক রয়েছে।

এর ফলে বাজারের উপরে এর রিটার্ন নির্ভর করে।

তবে লম্বা সময়ের বিনিয়োগের জন্য SIP-কে বিনিয়োগের সেরা বিকল্প বলে মনে করা হয়।

 যদি SIP-তে প্রতি বছরে ১২% হারে সুদ পাওয়া যায়, তাহলে ৭০০০ টাকা করে মাসে রাখলে ২৫ বছরে ১.৩২ কোটি টাকার ফান্ড গড়ে উঠতে পারে।

যদি SIP-তে প্রতি বছরে ১৪% হারে সুদ পাওয়া যায়, তাহলে ২৫ বছরে ১.৯০ কোটি টাকার ফান্ড গড়ে উঠতে পারে।

আর যদি SIP-তে প্রতি বছরে ১৬% হারে সুদ পাওয়া যায়, তাহলে ২৫ বছরে ২.৭৭ কোটি টাকার ফান্ড গড়ে উঠতে পারে।

সোনা কেনার সময় সাবধান ! না হলে ঠকে যেতে পারেন

পড়তে ক্লিক করুন