এই সরকারি স্কিমে টাকা হবে দ্বিগুণ !

Editor: Dolon Chattopadhyay

08.07.25

পোস্ট অফিসের বিভিন্ন স্কিম রয়েছে, যেখান থেকে সুরক্ষিত ভাবে মোটা টাকা রিটার্ন পাওয়া যেতে পারে। 

কিষাণ বিকাশ পত্রে টাকা রাখলে সহজেই দ্বিগুণ হয়ে যাবে ৷

তবে, টাকা দ্বিগুণ করার জন্য কিছুটা সময় দিতে হবে।

পোস্ট অফিস কিষাণ বিকাশ পত্র হল একটি সরকারি প্রকল্প ৷

More Stories.

LIC-র এই প্ল্যান হার মানাচ্ছে এফডি-আরডিকে, সারা জীবন টাকার বৃষ্টি, দুশ্চিন্তারও অবসান হবে !

বিক্রির পথে দেশের আরও একটি ব্যাঙ্ক? তাহলে গ্রাহকদের এবার কী হবে?

মাসে ১২,৫০০ টাকা বিনিয়োগ করে ১৫ বছরে পেয়ে যেতে পারেন ৪০ লাখ টাকা ! দেখে নিন কীভাবে…

কেউ এই প্রকল্পে ১১৫ মাসে নিজেদের টাকা দ্বিগুণ করতে পারবেন। 

মাত্র ১০০০ টাকা দিয়ে বিনিয়োগ শুরু করতে পারেন। সর্বোচ্চ বিনিয়োগের কোনও সীমা নেই।

কিষাণ বিকাশ পত্র প্রকল্পটি ৭.৫০ শতাংশ সুদের হারে রিটার্ন দেয়।

এই প্রকল্পের মেয়াদপূর্তির সময়কাল ১১৫ মাস।

 কিষাণ বিকাশ পত্র প্রকল্পে ১ লাখ টাকা বিনিয়োগ করলে মেয়াদপূর্তিতে ২  লাখ টাকা পাওয়া যাবে।

পড়তে ক্লিক করুন