সাড়ে চার বছর বয়সেই ৩০ টি দেশের রাজধানী, ৩০ টি রাজ্যের রাজধানী, ২৯ জন স্বাধীনতা সংগ্রামী, ২৯ টি দেশের জাতীয় প্রতিক, ৮ টি গাছের নাম গড়গড় করে অনায়াসেই বলতে পারে মেদিনীপুর শহরের রাঙামাটির বাসিন্দা অঞ্জলী ঘোষের ছেলে তৃষান। শুধু তাই নয়, ১০ টি পোকামাকড়, ১৮ টি ফল, ১৭ টি পাখি, ১৮ টি সবজি, ৪১ টি পশুর ইংরাজি নাম বলতে ও লিখতে পারে তৃষান