অন্য দিকে বিভিন্ন সংবাদ মাধ্যমে এই খবর প্রকাশিত হওয়ার পর প্রতিবন্ধী যুবকের পায়ের লোহার শিকল খোলার জন্য তড়িঘড়ি পদক্ষেপ গ্রহণ প্রশাসনের। শুক্রবার সকালেই মেদিনীপুর শহরের কালগাং মালিয়াড়া অঞ্চলের শেকলে বাঁধা প্রতিবন্ধী যুবক শাজাহান মোল্লার পায়ের বেড়ি খোলা হলো ব্লক প্রশাসনের তরফে।
Last Updated: December 17, 2021, 15:53 IST