কয়েকবছর আগে ভেঙে গিয়েছিল যুবকের বাম হাত। সেই হাতে অপারেশন সফলও হয়েছিল। কিন্তু, ওই হাতে যে ধাতব পাত বা প্লেট ঢুকিয়ে অপারেশন করা হয়েছিল, তা বের করতে গিয়েই ঘটলো মারাত্মক বিপত্তি! স্বাস্থ্যকর্মীদের মারাত্মক কোনো ভুলের খেসারত হিসেবে ওই যুবকের ডান হাত পুরোপুরি বাদ দিতে হল! মর্মান্তিক এই ঘটনাটি পশ্চিম মেদিনীপুরের।
Last Updated: Dec 21, 2021, 09:38 IST


