পরিবারের ভাই সারাদিন ভিক্ষে করতে বেরিয়ে যায় আর দিদি শুয়ে থাকে শহরের আনাচে-কানাচে রাস্তার ধারে নালা-নর্দমায়।সারাদিন ধরে কাঁদতে থাকে এই বোন। অবশেষে সন্ধ্যেবেলায় ভিক্ষে করে যা জুটে তা দিয়ে চলে 5 জনের সংসার। যেহেতু বোবা-কালা তাই কাউকে সাহায্যের আবেদন করতে পারে না। তাছাড়া এখনো পর্যন্ত হয়নি ভোটার কার্ড হয় নি দুজনের দিদির হয়নি আধার কার্ডও।
Last Updated: December 31, 2021, 22:25 IST