#পশ্চিম মেদিনীপুর- এবার ঘুড়ি ওড়ানোর চাইনিজ সুতা বাজেয়াপ্ত অভিযানে নামল মেদিনীপুর পুরসভা। সামনেই মকর সংক্রান্তি বা পৌষ পার্বণ। আর এই পৌষ পার্বণে পিঠে পুলি তৈরীর পাশাপাশি জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরে ঘুড়ি ওড়ানোর প্রচলন চলে আসছে যুগযুগ ধরে, যা বড়াম পূজো নামে পরিচিত। তবে বর্তমানে ঘুড়ি ওড়ানোর জন্য যথেচ্ছ ব্যবহার করা হচ্ছে চায়না সুতার। যা খুবই বিপদজ্জনক ও মারাত্মক। কারণ এই নাইলন সুতা হাতে ছেঁড়া যায় না। সুতায় লেগে যেমন বহু পশুপাখি যখম হয়, তেমনি এই চায়না সুতায় মানুষের মৃত্যুরও ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুরে। তাই এই সুতার ব্যবহার বন্ধ করতে তৎপর হয়েছে পুর প্রশাসন। বৃহস্পতিবার সকাল থেকেই মেদিনীপুর পুরসভার আধিকারিকদের একটি দল শহরের ঘুড়ি সুতার দোকান গুলিতে অভিযান চালিয়ে বিক্রেতাদের সতর্ক করে জানিয়েছেন, যাতে কোনো ভাবেই চায়না সুতা কেনা বেচা না হয়। এক পৌর আধিকারিক জানান, এদিন শুধুমাত্র সতর্ক করা হলো, যদি কোনো দোকান থেকে চায়না সুতা পাওয়া যায়, তা বাজেয়াপ্ত করে ঐ বিক্রেতার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে আগামী দিনে।