মাহাতো সম্প্রদায়ের থেকে মন্ত্রী হয়েও এখনো পিছিয়ে জঙ্গলমহলের আদিবাসী অধ্যুষিত এলাকা!জঙ্গলমহলে বাস আদিবাসী সম্প্রদায় সহ বেশ কয়েকটি উপজাতির! আর সেই মাহাতো সম্প্রদায় থেকে পরপর দু'বারের বিধায়ক এবং বর্তমান মন্ত্রী হয়েও পিছিয়ে রয়েছে নিজের বিধানসভা এলাকার আদিবাসী সম্প্রদায়ভুক্ত সোনার বেড় গ্রাম।
Last Updated: Nov 30, 2021, 18:03 IST


