Paschim Medinipur: হাত ছাড়াও জগন্নাথের জীবন থমকে নয়

Last Updated : পশ্চিম মেদিনীপুর
দীনমজুর বাবা-মা'র বড় সন্তান। তবে, জন্ম থেকেই নেই তার দু'হাত! বাবা-মা তাই নাম রেখেছিলেন জগন্নাথ। এখন আর বাবা নেই, তবে তাঁর আদরের বড় সন্তান জগন্নাথ এখন দু'পায়ে ভর করেই জীবনপথে এগিয়ে চলেছে। নিজের সমস্ত কাজ নিজেই করে সে! জামা-কাপড় পরা থেকে শুরু করে খাওয়া-দাওয়া-স্নান পা দিয়েই করে জগন্নাথ। শুধু তাই নয়, খেলাধুলা- পড়াশুনাও করে সাবলীল ভাবে।
advertisement
আরও দেখুন
বাংলা খবর/ভিডিও/পশ্চিম মেদিনীপুর/
Paschim Medinipur: হাত ছাড়াও জগন্নাথের জীবন থমকে নয়
advertisement
advertisement