সারা বিশ্বের সঙ্গে শনিবার পশ্চিম মেদিনীপুরেও উৎসাহ-উদ্দীপনায় উদযাপিত হল ক্রিসমাস ডে বা বড়দিন উৎসব। মেদিনীপুর শহরের নামকরা নির্মল হৃদয় আশ্রম চার্চ স্কুল ময়দানের খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষদের ঢল নামলো গির্জা ঘরে। পাশাপাশি শনিবার থেকে শুরু হল বড়দিন উপলক্ষে মেলা। আর প্রথম দিনে মেলায় দেখা গেল উপচে পড়া ভিড়।
Last Updated: Dec 25, 2021, 21:15 IST


