Paschim Medinipur: দমকলের সাহায্য, আটকে পড়া বিড়াল ছানা উদ্ধার

Last Updated : পশ্চিম মেদিনীপুর
খড়্গপুর মহকুমা শাসক দপ্তরের লিফট কেসে গত ৫/৬ দিন ধরে আটকে থাকা বিড়ালকে বুধবার উদ্ধার করলো খড়্গপুর দমকল বিভাগের কর্মীরা। বিড়ালটি গত পাঁচ-ছয় দিন ধরে খড়গপুর এসডিও অফিস এর লিফট কেসে প্রায় 35 ফুট নিচে পড়ে যায় এবং সেখানে আটকে ছিল এবং চিৎকার করতে ছিল। মহকুমা শাসক দপ্তরের কর্মীরা প্রাথমিক ভাবে চেষ্টা করলেও বিড়াল ছানাটিকে উদ্ধার করা সম্ভব হয়নি।
advertisement
আরও দেখুন
বাংলা খবর/ভিডিও/পশ্চিম মেদিনীপুর/
Paschim Medinipur: দমকলের সাহায্য, আটকে পড়া বিড়াল ছানা উদ্ধার
advertisement
advertisement