প্রযুক্তির সঙ্গে পাল্লা দিয়ে পরিবর্তন হচ্ছে পরিকাঠামো ও গঠন। কর্মসংস্থানেও দেখা দিচ্ছে প্রযুক্তির রাজত্ব। তাই এই প্রযুক্তিকে মানব সমাজে গ্রহণযোগ্য করে তুলতে অভিনব উদ্যোগ দেখা দিল মালদহ কলেজে। বিশেষ প্রযুক্তিগত ক্লাসের মধ্য দিয়ে স্কুল পড়ুয়াদের শেখান হল এআই প্রযুক্তির ব্যবহার। বর্তমান আধুনিক প্রযুক্তির যুগে দেখা দিচ্ছে এআই ব্যবহারের প্রচলন। তবে এআই ব্যবহার কিভাবে করলে ফলস্বরূপ হবে। কিভাবে বা এআই ব্যবহার করা প্রয়োজন। এমন একাধিক বিষয়ে সঠিক পদ্ধতি ও ব্যবহার শেখালেন বিশেষজ্ঞ শিক্ষকরা। এদিন এক বিশেষ ক্লাসের মধ্য দিয়ে মালদহ কলেজের স্মার্ট ক্লাসরুমে জেলার বিভিন্ন স্কুলের পড়ুয়াদের নেওয়া হয় এআই ক্লাস।



