Birbhum News: বীরভূম নামের সঙ্গে অনেকেই পরিচিত। আর এই বীরভূমের মধ্যেই রয়েছে কোটাসুর। এই কোটাসুর এর নাম শুনলে অনেকেরই মনে হতে পারে পুরাণের কোনও অসুরের নাম। তবে কিন্তু একেবারেই তেমনটা নয়, তবে পৌরাণিক কাহিনির সঙ্গে ভীষণ ভাবে জড়িয়ে রয়েছে এই কোটাসুরের নাম। বীরভূমের বুক চিড়ে বয়ে গিয়েছে ময়ূরাক্ষী নদী। তারই তীর ঘেঁষা প্রাচীন জনপদের নাম কোটাসুর। ময়ূরেশ্বর থানা এলাকার মধ্যে পড়ে এই জনপদ। কথিত আছে, রাজা ও অসুর এই দুই নিয়ে কোটাসুর।



