SIR Hearing notice: আর সময় নয়, আগামীকালকের মধ্যেই সব নোটিশ ইস্যু করতে হবে শুনানিতে ডাক পাওয়া ভোটারদের জন্য। সেই সঙ্গে ১ তারিখের মধ্যে সব নোটিশ দিয়ে দিতে হবে শুনানিতে ডাক পাওয়া ভোটারদের। বড় নির্দেশ দিয়েছেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, এমনটাই কমিশন সূত্রে খবর। জানা গিয়েছে, শুনানি কি নির্দিষ্ট সময়সীমার মধ্যে শেষ হবে, এই বিষয়টি মুখ্য নির্বাচন কমিশনার জানতে চান রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের থেকে। কবে শুনানি শেষ হবে সেই নিয়েও আলোচনা হয়। কয়েকটি জেলার ক্ষেত্রে শুনানি সময়সীমার মধ্যে শেষ নাও হতে পারে, মুখ্য নির্বাচন কমিশনারকে জানান রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বলেই কমিশন সূত্রে খবর। পাশাপাশি নির্দিষ্ট ডকুমেন্ট যেন আপলোড করা হয়, সেই নিয়েও সতর্ক করেছেন তিনি। কমিশন নির্দেশিত কাগজের বদলে অন্যান্য ডকুমেন্ট আপলোড করা হলে পদক্ষেপ হবে, ERO, AERO-দের সতর্ক করেন জ্ঞানেশ কুমার। দিল্লি থেকে আসা অবজারভারদেরও সতর্ক করেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার।



