মেদিনীপুরে সভা করতে গিয়ে একযোগে বিজেপি এবং সিপিএম-কে আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ অভিষেক দাবি করেন, বিজেপি-কে ভোট দেওয়া মানে সিপিএম-কেই দেওয়া৷ অভিষেক বলেন, 'এই মেদিনীপুর বীরেদের মাটি। ২০২০ সালে একজন গদ্দার সিবিআই-এর জেলযাত্রা আটকাতে অমিত শাহের পায়ে হাত দিয়ে বিজেপি যোগ দিয়েছিল। মেদিনীপুরে বিজেপি-র মডেল কী, নীচে সিপিএমের হার্মাদ, উপরে বিজেপি-র গদ্দার৷ এই মেদিনীপুরে গত ২৫-৩০ বছরে প্রথমে কংগ্রেস এবং পরে তৃণমূল তৈরি হওয়ার পর হাজার হাজার কর্মীদের কীভাবে সিপিএম অত্যাচার করেছে৷ আজকে বিজেপি-র নেতৃত্বে কারা রয়েছে?'
Last Updated: Jan 16, 2026, 18:46 IST


