West Bardhaman News- কাঁকসা থানার উদ্যোগে অনুষ্ঠিত হল মহিলা কাবাডি প্রতিযোগিতা। প্রচার করা হল, 'সেফ ড্রাইভ সেভ লাইফ' নিয়ে।

Bangla Digital Desk | News18 Bangla | 12:36:48 PM IST Dec 22, 2021

#পশ্চিম বর্ধমান-  কাঁকসা ট্রাফিক গার্ড এবং কাঁকসা থানার পুলিশের উদ্যোগে এক মহিলা কাবাডি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। এদিন কাঁকসার বিরুডিহা লালবাবা আশ্রমের ময়দানে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় বিভিন্ন এলাকা থেকে মহিলা কাবাডি প্রতিযোগিরা অংশগ্রহণ করে। চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হয় অযোধ্যা বনকাটি এবং দুর্গাপুর কাবাডি দলের মধ্যে। যার মধ্যে জয়ী হয় অযোধ্যা মহিলা কাবাডি দল।পুলিশ কর্মীরা জানিয়েছেন, মোট চারটি দল নিয়ে এদিন প্রতিযোগিতা শুরু হয়। যার সুচনা করেন কাঁকসা থানার ভারপ্রাপ্ত আইসি অর্ণব গুহ, কাঁকসা এসিপি শ্রীমন্ত বন্দোপাধ্যায় সহ ট্রাফিক পুলিশের ওসি সুদীপ রায় সহ অন্যান্য আধিকারিকরা।

লেটেস্ট ভিডিও