Asansol by-polls- আসানসোল লোকসভা কেন্দ্রে উপ নির্বাচনের প্রস্তুতি শুরু। কমিশনের নির্দেশে ফার্স্ট লেভেল ইভিএম চেকিং।

Bangla Digital Desk | News18 Bangla | 11:48:17 PM IST Dec 16, 2021

আসানসোল লোকসভা উপনির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। এইদিন কল্যাণপুরে রাজনৈতিক দলের প্রতিনিধিদের উপস্থিতিতে ইভিএমের ফার্স্ট লেভেল চেকিং করা হয়েছে। এদিনের ইভিএমের ফার্স্ট লেভেল চেকিং এ তৃণমূল, কংগ্রেস, সিপিএম, বিজেপি সহ অন্যান্য দলের রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এই প্রসঙ্গে পশ্চিম বর্ধমানের অতিরিক্ত জেলাশাসক অভিজিৎ তুকারাম সেভালে বলেন, চিফ ইলেকশন কমিশনের নির্দেশে ইভিএমের ফার্স্ট লেভেল চেকিং শুরু করা হয়েছে। ইভিএমের ফার্স্ট লেভেল চেকিং প্রসঙ্গে উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা নিজেদের মতামত প্রকাশ করেছেন।

লেটেস্ট ভিডিও