West Bardhaman News- পুর নির্বাচনের আবহে দুর্গাপুরের নতুন মেয়র পদে শপথ নিলেন অনিন্দিতা মুখার্জি। দ্বায়িত্ব নিয়ে কি বললেন তিনি?

Bangla Digital Desk | News18 Bangla | 04:46:29 PM IST Dec 24, 2021

#পশ্চিম বর্ধমান- দুর্গাপুরের নতুন মেয়র পদে শপথ নিলেন অনিন্দিতা মুখার্জি। পুর নির্বাচনের আবহে নতুন মেয়র পদে শপথ নিলেন তিনি। প্রাক্তন মেয়র দিলীপ অগস্থির ইস্তফা দেন হঠাৎই। তারপর শুক্রবার শপথ নিলেন নতুন মেয়র। দুর্গাপুরের মেয়র হওয়ার পর প্রথম কাজ হলো জল, রাস্তা এবং আলো ভালো ভাবে পরিষেবা দেওয়ার। সকলের সাথে সুসম্পর্ক গড়ে ওঠার পাশাপাশি পৌরসভায় সকলের প্রবেশ অধিকার। সাধারণ মানুষ যাতে পৌরসভায় এসে তাদের সমস্যার কথা জানাতে পারে, তাতে সাধারণ মানুষের যাতে কোনো সমস্যা না হয় সেই বিষয়টাও দেখা হবে। পাশাপাশি পৌরসভায় কতটা কি ফান্ড রয়েছে তা দেখে উন্নয়নের কাজের অগ্রগতি আনা হবে বলে মেয়র হবার পর সংবাদমাধ্যমকে জানালেন দুর্গাপুরের মেয়র অনিন্দিতা মুখোপাধ্যায়। শুক্রবার আনুষ্ঠানিকভাবে দুর্গাপুর সিটি সেন্টারে সৃজনী প্রেক্ষাগৃহে শপথ গ্রহণ করেন দুর্গাপুর পৌরসভার প্রাক্তন মেয়রের স্ত্রী অনিন্দিতা মুখোপাধ্যায়।

লেটেস্ট ভিডিও