Sourav Ganguly Birthday: জন্মদিনের শুভেচ্ছা জানাতে দাদার বাড়িতে দিদি, রাজনীতি দেখছে বিজেপি

Bangla Editor | News18 Bangla | 12:04:58 AM IST Jul 10, 2021

বৃহস্পতিবার ৪৯-এ পা রেখেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। জীবনের ২২ গজে হাফ-সেঞ্চুরি থেকে আর মাত্র এক রান দূরে মহারাজ। জন্মদিনে দাদাকে শুভেচ্ছা জানাতে তাঁর বেহালার বাড়িতে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ কিছুক্ষণ সৌরভের বাড়িতে ছিলেন মমতা। ডোনা, সানা, সৌরভ ও তাঁর মায়ের সঙ্গে বেশ কিছুক্ষণ আড্ডাও দেন মুখ্যমন্ত্রী। বরাবরই সৌরভের সঙ্গে মমতার সৌহার্দের সম্পর্ক। এর আগে অসুস্থ হয়ে সৌরভ হাসপাতালে ভর্তি হওয়ার পরও তাঁকে দেখতে গিয়েছিলেন মমতা। তবে এবার দাদার বাড়িতে দিদির যাওয়ার ব্যাপারে রাজনীতি দেখছে বিজেপি। এদিন দিলীপ ঘোষ বলেছেন, রাজনীতিবিদরা রাজনীতি ছাড়া কিছু বোঝেন না। সৌরভ গাঙ্গুলি বাংলার আইকন। তাঁকে শুভেচ্ছা জানাতে গিয়েছেন দিদি। কিন্তু অন্যদেরও যেন মনে রাখেন। তাঁদের জন্মদিনেও যেন বাড়িতে গিয়ে শুভেচ্ছা জানান।

লেটেস্ট ভিডিও