Exclusive Richa Ghosh: পথটা ছিল না মসৃণ, বাবার হাত ধরে পথ চলা শুরু৷ শিলিগুড়ির ক্রিকেট অ্যাকাডেমিতে যখন ভর্তি করিয়েছিলেন তখন সেই ছিল একজনমাত্র মেয়ে৷ ঝুলন বলেছিলেন ‘হেভি মারতে পারে, গায়ে খুব জোর’- এক একটা ধাপ পেরিয়েছেন৷ চোখে জল সহজে আসে না, কিন্তু বিশ্বকাপ জেতার মুহূর্তের আবেগের বিস্ফোরণ ঘটেছে৷ মহিলা ক্রিকেট একটা অন্য জায়গায় গেছে৷ এক মাঠ থেকে অন্য মাঠে প্র্যাকটিশের জন্য যেতেন ট্যাক্সি করে, আর আজ সকলে বলছে বড় হয়ে রিচা হবে৷ ২২ বছরের রিচার স্বপ্নের উড়ানের শেষে স্বপ্নপূরণের গল্প সরাসরি নিউজ ১৮ বাংলায়৷ দেখুন বাংলা নিউজ ভিডিও (Watch bangla news video)৷
Last Updated: November 08, 2025, 20:33 IST