‘ভারতীয় ক্রিকেটের মুকুটে নতুন পালক’ - কলকাতায় এসে যা জানালেন সচিন তেন্ডুলকর

Bangla Editor | News18 Bangla | 11:24:37 AM IST Nov 22, 2019

ভারতের প্রথম দিন রাতের টেস্ট, পিঙ্ক বল টেস্ট ঘিরে সাধারণ মানুষের মধ্যে উন্মাদনা তুঙ্গে ৷ তারকারাও ব্যক্তিক্রম নন ৷ Pink Ball Test উপলক্ষ্যে কলকাতায় একে একে এসেছেন বেঙ্কটেশ প্রসাদ, কপিলদেব, সচিন তেন্ডুলকর ৷

কলকাতায় পৌঁছেই সচিন নিজের মত ব্যক্ত করেছেন ৷ তিনি বলেছেন, ‘ এই ম্যাচ ঘিরে তিনি উচ্ছ্বসিত ৷ ভারতের ক্রিকেট মুকুটে নতুন পালক এই পিঙ্ক বল টেস্ট ৷ কারণ এটাই ভারতের প্রথম দিন-রাতের টেস্ট ৷ সৌরভ , বাকি দল ওবং বিসিসিআইয়ের এটা দারুণ প্রয়াস ৷ একটা ভালো দলগত প্রয়াস ছাড়া এটা হওয়া সম্ভব ছিল না ৷ ভারতীয় দর্শকদের জন্য এটা পুরোপুরি একটা নতুন অভিজ্ঞতা ৷ এই টেস্টের প্রতি মুহূর্ত উপভোগ করব ৷ কলকাতা এই ধরণের বড় ইভেন্টের জন্য খ্যাত, এবার এটা দেখতে যাব ৷   ’

এদিকে ইতিমধ্যেই ইডেনেও পৌঁছে গেছেন কপিল-সচিনরা ৷

লেটেস্ট ভিডিও