সংসারের হাল ধরতে নিজের স্কুলের সামনেই আজ মোমোর দোকান জয়ন্তর। তার হাতে তৈরি গন্ধরাজ মোমো এখন হিট জেলা সদর শহরে। স্কুল জীবন শেষে কলেজ শুরু হলেও হঠাৎই তা থমকে যায় আর্থিক সমস্যায়, তারপর থেকেই শুরু হয় নতুন এক লড়াই।
Last Updated: Apr 29, 2025, 18:04 IST


