হেঁটে গেলও মড়মড় করে! সেই সেতু দিয়ে ঝুঁকিপূর্ণ যাতায়াত, চরম সমস্যায় এলাকাবাসী

Author :
Last Updated : দক্ষিণবঙ্গ
বেহাল সেতু দিয়েই ঝুঁকিপূর্ণ যাতায়াত, চরম সমস্যায় এলাকাবাসী। ভোট আসে ভোট যায়, সঙ্গে থাকে প্রতিশ্রুতির বন্যা। কিন্তু ভোট শেষ হলে সবাই ভুলে যায়। কাঠের পুলের বিপজ্জনক ভগ্ন অবস্থা, সংস্কারের দাবিতেই এলাকাবাসীর। উত্তর ২৪ পরগনা জেলার হাড়োয়ার ঘোষপুরের কাঠের সেতুটি বেহাল অবস্থা হওয়ায় চরম সমস্যায় পড়েছেন বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েত এলাকার সাধারণ মানুষ। গ্রামের ছাত্র-ছাত্রীরা স্কুলে যাতায়াত করে প্রতিদিন এই সেতু পেরিয়েই। হেঁটে গেলও সেতুটা মড়মড় করে। আর সাইকেল কিংবা বাইকে চেপে গেলে তো ভয়ে প্রাণ ওষ্ঠাগত। সেতুর মাঝ থেকে খসে পড়েছে কাঠের অংশ, আবার কোন কোন অংশে ব্যারিকেড ভেঙে জলে মিশে যাওয়ার মত অবস্থা। কিন্তু এই পথ ছাড়া আর অন্য রাস্তাই বা কোথায়? তাই বাধ্য হয়ে প্রাণ হাতে করে এক প্রকার কাঠের সেতু দিয়ে চলে যাতায়াত।
advertisement
আরও দেখুন
বাংলা খবর/ভিডিও/দক্ষিণবঙ্গ/
হেঁটে গেলও মড়মড় করে! সেই সেতু দিয়ে ঝুঁকিপূর্ণ যাতায়াত, চরম সমস্যায় এলাকাবাসী
advertisement
advertisement