বাঁকুড়ায় বর্ষা! এই বর্ষায় মাটির বাড়ি গলে যায়। মাটির বাড়ির পুরু দেওয়াল, গলতে গলতে পাতলা হতে থাকে। তারপর সেই দেওয়াল ধসে পড়ে। প্রচন্ড গ্রীষ্মে মাটির বাড়ি যেমন অন্য ধরনের এক প্রশান্তি দেয়। তেমনই বর্ষাকালে মাটির বাড়ি যেন এক অভিশাপ। তাহলে কী মাটির বাড়ি আর ব্যবহার করবেন না কেউ? মাটির বাড়ি মুছে যাবে? এই প্রশ্ন জাগতেই পারে আপনার মনে।
Last Updated: Jul 11, 2025, 20:15 IST


