পাঁচ বছর পর বাসে দেখা স্বামীর সঙ্গে। কথায় কথায় শুরু বচসা। বচসা গড়াল মারামারিতে। পুলিশ যতক্ষণে এল ততক্ষণে পোস্টে বেঁধে স্বামীকে মারধরে তৈরি স্ত্রী। সঙ্গে জুটে গেছেন আরও কয়েকজন। অনেকে আবার গোটা ঘটনা মোবাইল বন্দি করতে ব্যস্ত। বর্ধমান থানার সামনে এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় যথেষ্টই।
Last Updated: Oct 21, 2019, 09:04 IST


