Babul Supriyo: রাজনীতি ছাড়লেন বাবুল! একদা শত্রু জিতেন্দ্র তিওয়ারি কী বলছেন শুনুন

Bangla Editor | News18 Bangla | 03:48:46 AM IST Aug 01, 2021

রাজনীতিকে 'আলবিদা' জানালেন বাবুল সুপ্রিয়। তাঁর এমন সিদ্ধান্তে অনেকেই অবাক। বঙ্গ তথা দেশের রাজনীতিতে শনিবার এই নিয়ে উথাল-পাথাল অবস্থা। রাজনীতির মাঠে বাবুলের সঙ্গ কখনওই সুসম্পর্ক ছিল না আসানসোলের প্রাক্তন মেয়র ও পাণ্ডবেশ্বরের প্রাক্তন বিধায়ক জিতেন্দ্র তিওয়ারির। তবে অতীতের সব কথা ভুলে জিতেন্দ্র বললেন, বাবুলের রাজনীতি ছাড়ার সিদ্ধান্ত আসানসোলের মানুষের জন্য খবর নয়। এদিন জিতেন্দ্র তিওয়ারি বলেন, 'আমরা মনে প্রাণে চাইব উনি যেন রাজনীতি থেকে সন্ন্যাস যেন না নেন। ব্যক্তিগতভাবে আমার কোনও দিনই অপছন্দের মানুষ ছিলেন না বাবুল সুপ্রিয়। রাজনৈতিক বাধ্যবাধকতা থেকেই ওঁর সঙ্গে আমার মতবিরোধ ছিল।'

লেটেস্ট ভিডিও