নিরিবিলিতে কাছের মানুষের সঙ্গে সময় কাটাতে চান? এই উইকেন্ডে ঘুরে আসতে পারেন দামোদর নদের উপর গড়ে ওঠা রনডিহা ড্যাম থেকে। চারপাশে মনমুগ্ধকর পরিবেশ... দুটি জেলার মিলনস্থলে সবুজের হাতছানি, প্রবল জলোচ্ছ্বাস।