Murshidabad News: তীব্র দহনে পুড়ছে বঙ্গ। আর এদিকে ২০ দিন ধরে মিলছে না পানীয় জল। এই চিত্র মুর্শিদাবাদের বড়ঞাতে। আর্সেনিক প্রবল এলাকা মুর্শিদাবাদের অধিকাংশ ব্লক। নলকূপ দীর্ঘদিন ধরে অকেজো হয়ে রয়েছে। সামান্য এক বালতি জল সংগ্রহের জন্য মানুষকে এক গ্রাম থেকে অন্য গ্রামে যেতে হচ্ছে।
Last Updated: April 30, 2025, 23:19 IST