বোর্ড দখলকে কেন্দ্র করে উত্তপ্ত আমডাঙ্গা, চলছে গুলি

Bangla Editor | News18 Bangla | 12:31:27 PM IST Aug 29, 2018

পঞ্চায়েত বোর্ড গঠনকে কেন্দ্র করে জেলায় জেলায় সংঘর্ষ অব্যাহত ৷ দেগঙ্গা থেকে ইসলামপুর ৷ সর্বত্রই হিংসার ছবি ৷ এবার শাসক-বিরোধী লড়াইয়ে উত্তপ্ত হয়ে উঠল উত্তর চব্বিশ পরগণার আমডাঙা ৷ বোর্ড দখলের লড়াই ৷ যার জেরে এলোপাথাড়ি গুলি এবং বোমাবাজিতে রণক্ষেত্র হয়ে উঠল এলাকা ৷ এলাকা থেকে ৩ জনের মৃত্যুর খবর মিলেছে ৷ বোমার আঘাতে জখম ১৬ জনেরও বেশি ৷ গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি রয়েছেন তারা ৷

লেটেস্ট ভিডিও