বর্ষা আসছে কিন্তু নেই পাকা কংক্রিটের বাঁধ। ফলে,কপালে দুশ্চিন্তার রেখা ভাগীরথী তীরবর্তী এলাকার মানুষদের। কারও বসত বাড়ি, চাষের জমি অনেক আগেই চলে গিয়েছে নদী গর্ভে। কারও বা বসত বাড়ির অর্ধেক গ্রাস করেছে নদী, বাকি টুকু কেবল সময়ের অপেক্ষা। এক ভয়াবহ অবস্থার শিকার পূর্ব বর্ধমান জেলার এই এলাকার মানুষেরা। কার্যত দুর্যোগের প্রহর গুনছে পূর্ব বর্ধমান জেলার অগ্রদ্বীপ গ্রামের ঘোষ পাড়ার বাসিন্দারা। কারণটা স্পষ্ট। এই এলাকাটি অবস্থিত ভাগীরথীর একদম পাশেই। যার ফলে বর্ষাকাল এলেই বৃষ্টি হলে, নদীর জল বাড়লেই রাতের ঘুম উড়ে যায় এখানকার মানুষগুলোর।
Last Updated: May 30, 2024, 20:24 IST


