অসমে নাগরিক পঞ্জি থেকে ৪০ লাখ মানুষের নাম বাদ পড়া নিয়ে দেশজোড়া উত্তেজনার আঁচ লাগল এরাজ্যেও। পূর্বঘোষিত কর্মসূচিই মতোই বুধবার সকাল থেকে অসম নাগরিকপঞ্জির প্রতিবাদে রেল অবরোধে নেমেছে মতুয়া মহাসঙ্ঘ ৷ নিউ বারাকপুর স্টেশনে মতুয়াদের রেল অবরোধে ব্যাহত ট্রেন চলাচল ৷
Last Updated: August 01, 2018, 13:34 IST