চপ মানেই আমাদের মাথায় প্রথমেই ভেসে ওঠে আমিষের ছবি ডিমচপ, মাংসচপ বা ফিশফ্রাই। কিন্তু না, চন্দ্রকোনা রোডে এই ধারণাটাকেই যেন উল্টে দিল এক ব্যতিক্রমী উদ্যোগ।এখানে পাওয়া যাচ্ছে পুরোপুরি নিরামিষ চপ, ভেজিটেবল চপ, সিঙাড়া। যাকে বলে একদম পিওর ভেজ, নো গার্লিক, নো ওনিয়ন! বাইরে বেরলেই যেখানে চারিদিকে আমিষের আধিক্য, সেখানে নিরামিষাশীদের কাছে এটা এক দুর্দান্ত সুখবর।আর সেই কারণেই সকাল থেকেই দোকানে ভিড় মেলার মত জমজমাট, হাসিমুখে খদ্দেরদের লাইন।এ যেন শুধু একটা দোকান নয়, নিরামিষপ্রেমীদের জন্য নতুন আশ্রয়।
Last Updated: Dec 01, 2025, 17:46 IST


