টানা ঝড় বৃষ্টিতে ঊর্ধ্বমুখী শাক-সবজির দাম। মাথায় হাত পড়েছে মধ্যবিত্তের। প্রতিনিয়ত বেড়েই চলেছে কাঁচা সবজির দাম। নাজেহাল হয়ে উঠছে সাধারণ মানুষ। জেলার সদর থেকে মহকুমা সর্বত্র একই চিত্র উঠে আসছে পুরুলিয়ায়। পুরুলিয়ার মানবাজারের কৃষক বাজারে ঊর্ধ্বমুখী শাক সবজির দাম। বর্ষার আগে লাউ বিক্রি হচ্ছিল দু’টাকা তিন টাকা কেজি দরে, বর্তমানে সেই লাউ-এর দাম বেড়ে দাঁড়িয়েছে ৪০ টাকা কেজি। ঢেঁড়স বিক্রি হত ১০ টাকাতে, বর্তমানে দাম দাঁড়িয়েছে ৫০ টাকা কেজি।
উচ্ছে ১০০ টাকা, কুমড়ো ৪০ টাকা, কলমি শাক ৩০ টাকা। আর এই বাজার ধরে জিনিস কিনতে গিয়ে বিপাকে পড়েছেন মানবাজারবাসী। এ বিষয়ে কৃষক বাজারের বিক্রেতারা বলেন , ঝড় বৃষ্টির কারণে শাক সবজি জমিতেই নষ্ট হয়ে যাচ্ছে। এর ফলে শাকসবজির দাম এক ধাক্কায় অনেকটাই বেড়ে গিয়েছে। তাই স্বাভাবিকভাবেই সবজির দামও তাদের বাড়াতে হয়েছে