শীত পড়তেই আগুন সবজির দাম৷ হেমন্তের শীত ঠান্ডা আমেজ দিলেও বাজারে গিয়ে হাতে ছ্যাঁকা মধ্যবিত্তের৷ শীতের সবজি অর্থাৎ ফুলকপি, বাঁধাকপি থেকে শুরু করে বেগুন, সিম কোনওকিছুই যেন ছোঁয়া যাচ্ছে না চড়া দামের আঁচে।