কাশ্মীর ঘুরতে গিয়ে মঙ্গলবার দুপুরে জঙ্গি হানার ঘটনাস্থল পেহেলগাঁওয়ের বৈসরন ভ্যালিতে ছিলেন বারাসাতের চার পর্যটক। কয়েক মিনিটের ব্যবধানে যেন প্রাণে বেঁচেছেন তারাও। পেছনে থাকা সহযাত্রী পর্যটকদের মুখেই প্রথম শোনেন গুলির আওয়াজের কথা। হোটেলে পৌঁছতেই গাড়ির চালক গোটা বিষয়টি জানান তাদের।
Last Updated: Apr 27, 2025, 17:00 IST


