Nadia News: শিউলির অভাব, ভবিষ্যতে আর নাও পাওয়া যেতে পারে খাঁটি নলেন গুড়। শীত পড়তেই কুয়াশার চাদরে ঢেকে যায় নদিয়ায় কৃষ্ণগঞ্জ, মাজদিয়া গ্রামের পথঘাট। ভোরের ঠান্ডা হাওয়ায় মিশে থাকে খেজুর রস জ্বাল দেওয়ার মিষ্টি গন্ধ।
Last Updated: November 21, 2025, 23:09 IST