জমি থেকে ফেরার পথে গুলিবিদ্ধ হলেন তৃণমূল বুথ সহ সভাপতি। মুর্শিদবাদের খড়গ্রামের বালিয়াহাট এলাকার ঘটনা। শনিবার রাত্রে মইনুল শেখ জমি থেকে বাড়ি ফেরার সময় কয়েকজন দুষ্কৃতী মোটর বাইকে এসে তাঁকে গুলি করে। পেটে ও পিঠে গুলি লাগে তাঁর। গুলিবিদ্ধ অবস্থায় প্রথমে তাকে কান্দি মহকুমা হাসপাতালে ভরতি করা হয়। পরে অবস্থার অবনতি হলে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। সেখান থেকে তাকে কলকাতায় নিয়ে যাওয়া হয়েছে। ব্যক্তিগত আক্রোশ নাকি রাজনৈতিক কারণে তাকে গুলি করা হয়েছে, তা অবশ্য স্পষ্ট নয়। খড়গ্রাম থানার পুলিশ তদন্ত শুরু করেছে।