Tajpur Beach: সাংঘাতিক! তাজপুর সমুদ্র সৈকতে এগুলো কী? বড় অভিযোগ তুললেন বনকর্মীরা!

Last Updated : দক্ষিণবঙ্গ
ফের তাজপুর সমুদ্র সৈকতে অবৈধ নির্মাণের অভিযোগ। নির্মাণকারীদের বাধা বনকর্মীদের। এ নিয়েই ফের সরব অখিল গিরি। প্রাক্তন মন্ত্রীর অভিযোগ, যেখানে নির্মাণ হচ্ছে সেই এলাকা বন দফতরের আওতায় নয়। অগস্টে তাজপুর বেআইনি নির্মাণ নিয়ে বন দফতরের মহিলা আধিকারিকের সঙ্গে বচসায় জড়ান অখিল গিরি। মহিলা আধিকারিককে কুকথার অভিযোগে মন্ত্রীত্ব খোয়াতে হয় অখিল গিরিকে। উপকূল আইনের তোয়াক্কা না করে মন্দারমণির সমুদ্র সৈকতে গজিয়ে উঠা বেআইনি হোটেল-লজের বিরুদ্ধে ব্যবস্থা নিতে উদ্যোগী হল জেলা প্রশাসন। পূর্ব মেদিনীপুরের জেলাশাসক অন্তরা আচার্যের নির্দেশে রামনগর ২ ব্লক উন্নয়ন আধিকারিক প্রীতম সাহা সম্প্রতি মন্দারমণিতে বেআইনি হোটেল-লজগুলিকে চিহ্নিতকরণের জন্য নোটিস পাঠিয়েছিলেন। হোটেল-লজ তৈরির প্রামাণ্য কাগজ নিয়ে এই মাসের প্রথম সপ্তাহে ব্লক প্রশাসন দফতরে উপস্থিত হওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।
advertisement
আরও দেখুন
বাংলা খবর/ভিডিও/দক্ষিণবঙ্গ/
Tajpur Beach: সাংঘাতিক! তাজপুর সমুদ্র সৈকতে এগুলো কী? বড় অভিযোগ তুললেন বনকর্মীরা!
advertisement
advertisement