Subhranshu Roy: 'আত্মসমালোচনা করা প্রয়োজন', ইঙ্গিতপূর্ণ পোস্ট মুকুল-পুত্রের! বেসুরো?

Bangla Editor | News18 Bangla | 12:04:41 AM IST May 30, 2021

জনগণের সমর্থন নিয়ে আসা সরকারের সমালোচনা করার আগে, আত্মসমালোচনা করা বেশি প্রয়োজন। শনিবার সোশ্যাল মিডিয়ায় এমনটাই লিখলেন মুকুল রায়ের পুত্র শুভ্রাংশু। আর তাঁর এমন পোস্টের পর থেকেই শুরু হয়েছে জল্পনা। তা হলে কি এবার তৃণমূলে ফিরবেন শুভ্রাংশু! বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে বীজপুর থেকে দাঁড়িয়ে হেরেছেন তিনি। তবে একটা সময় বাবার পদাঙ্ক অনুসরণ করেই তৃণমূল থেকে বিজেপিতে গিয়েছিলেন শুভ্রাংশু। কিন্তু লাভ হয়নি। বিধানসভা নির্বাচনে বাংলার মাটিতে সুবিধা করতে পারেনি বিজেপি। গেরুয়া শিবিরের বাংলার মসনদ দখলের স্বপ্ন মাঠে মারা যায়। তার পর থেকেই একসময় দলবদলুদের অনেকের গলার স্বর ও কথাবার্তায় মার্জিত ভাব এসেছে। এবার সেই তালিকায় নাম লেখালেন শুভ্রাংশুও।

লেটেস্ট ভিডিও